মহামারী করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন বিমানের ফ্লাইট বন্ধ থাকার পর আগামী ৮ মে থেকে এয়ারলাইন্সগুলোকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে বলা হলেও আপাতত ফ্লাইট চলাচলের কোনো সম্ভাবনা নেই। বরং ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হচ্ছে।
বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, দেশের বিমানবন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৭ মে থেকে বৃদ্ধি করে ১৬ মে পর্যন্ত করা হতে পারে। ইতোমধ্যে এ ধরনের একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
[the_ad id=”652″]
তবে চীনের ফ্লাইট, বিশেষ ফ্লাইট (চার্টার্ড), কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স ও ত্রাণ সহায়তার জন্য আগত ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ নিয়ে পঞ্চম দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে যাচ্ছে বেবিচক। বেবিচকের দায়িত্বশীল সূত্রে জানাগেছে, আজ বিকেলেই এ বিষয়ে একটি আদেশ জারি করবে বেবিচক।
আরও পড়ুনঃ ৩ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স
এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, সরকার ইতোমধ্যে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করেছে। আমরাও সরকারের ছুটির সঙ্গে সমন্বয় রেখে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির পরিকল্পনা করছি। আমরা ১৬ তারিখ পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার বিষয়ে আলোচনা করেছি। সচিব মহোদয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
https://www.youtube.com/watch?v=_2LZqIFmTp4
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post