বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য সদস্য নির্বাচিত হয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান বেঙ্গল ব্যাংকের পরিচালক বিশিষ্ট দানবীর ডক্টর যশোদা জীবন দেবনাথ (সিআইপি)। মঙ্গলবার (১৬-ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ বিষয়ে ডঃ যশোদা জীবন দেবনাথ বলেন, আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের “অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির” সদস্য নির্বাচিত করার জন্য।
ভারতের প্রয়াত রাষ্ট্রপতির সাথে ডঃ যশোদা জীবন দেবনাথ
তিনি বলেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। আর এজন্য তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করছেন। ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পরিচালক, দেশের শীর্ষ এটিএম বুথ সেবাদানকারী প্রতিষ্ঠান “টেকনো মিডিয়ার” ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক।
আরো পড়ুনঃ ডঃ যশোদা জীবন দেবনাথের জীবনের গল্প
তিনি মাইক্রো শিল্প ক্যাটাগরিতে চার বার সিআইপি নির্বাচিত হয়েছেন। ড. দেবনাথ সরকারি শ্যামপুর সুগার মিলস লিমিটেড এর পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান। এ ছাড়াও তিনি ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। তিনি কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এর পরিচালক ও ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের সহ-সভাপতি। এই করোনাকালীন সময়ে তিনি দুহাত উজাড় করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post