ওমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটিতে হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী।
তিনি বলেন, এই বৃদ্ধি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সুপ্রিম কমিটি। তিনি আরো বলেন, ‘‘ইব্রা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যা শতভাগ বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের উচিত সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা।
তিনি আশ্বাস দিয়েছেন, যারা ফাইজার এবং বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন তারা দ্বিতীয় ডোজ পাবেন। তালিকাভুক্ত ব্যক্তিরা সঠিক সময়ের মধ্যেই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
তবে ভ্যাকসিন গ্রহণে দেরি হলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে এই তথ্য সঠিক নয়। তিনি আরো বলেন, করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া নাগরিকের সংখ্যা ৯৯ শতাংশে পৌঁছেছে। তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীদের সংখ্যা দুই সপ্তাহের মধ্যে ৪০ শতাংশে বেড়েছে।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
এদিকে, সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) জানিয়েছে, দেশটিতে আগত বিদেশি কূটনৈতিক মিশনে কর্মরত কূটনীতিবিদ ও তার পরিবার, এয়ারক্রু ও ১৬ বছরের কম ও ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করার প্রয়োজন নেই।
তবে তাদের অবশ্যই দেশটির সুপ্রিম কমিটির সকল স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। কোনো নাগরিক সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আল সাইদী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post