আমেরিকা, ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশি ডাক্তারদের MBBS সিলেবাস একই রকম। ৫০ বছরের দীর্ঘ সময়ে, কোন বিদেশী নাগরিক চিকিৎসা নিতে বাংলাদেশে এসেছে কিনা আমার জানা নেই। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে ২০১২ সালে চিকিৎসার জন্য ভিসা চেয়েছিলেন দেড় লাখ বিদেশি, ২০১৬ সালে নিয়েছেন ৪ লাখেরও বেশি, ২০১৯ সালে সেই সংখ্যা প্রায় ৯ লাখ।
নেপাল, ভুটান, ইরান, ইরাক, ওমান এবং আফ্রিকার বেশ কিছু দেশ থেকে সব চেয়ে বেশি নাগরিক ভারতে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা ব্যয় কম হওয়ায় অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকেও অনেকে চিকিৎসা করাতে আসেন ভারতে। তবে সব চেয়ে বেশি যান বাংলাদেশের নাগরিকরা।
সরওয়ার্দি হাসপাতালের চিত্র, ছবিঃ নাজমুল হকবাংলাদেশ থেকে বছরে ৬ থেকে ৭ লাখ রোগী ভারতে চিকিৎসা নিতে যায়। যার জন্য বছরে ব্যয় হয় প্রায় ৫০০০ কোটি টাকা। বাংলাদেশে এবছর স্বাস্থ্যখাতে বাজেট হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা আর ভারতের স্বাস্থ্যখাতে এবছর বাজেট হয়েছে ৬৭ হাজার ১১২ কোটি টাকা৷
আরো পড়ুনঃ
ওমানে ফের লকডাউন!
কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা
ওমান সুপ্রিম কমিটির নতুন আইন জারী
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
সৌদিতে সোফা কারখানায় আগুনে ৭ বাংলাদেশির মৃ’ত্যু
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
ভারত আয়তনে ২২ গুন লোকসংখ্যায় ৯ গুণ বড় হলেও স্বাস্থ্যখাতে ব্যয় আমাদের দ্বিগুণ মাত্র। এতো কম ব্যয়ে কত উন্নত চিকিৎসা…এতো কথা বললাম, গতরাতে (১০-ফেব্রুয়ারি) একজন রোগী নিয়ে গিয়েছিলাম শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। রোগীর চিকিৎসা পেতে দীর্ঘ হয়রানির স্বীকার হতে হয়। সিট পেতে হয় অনেক দৌড়াদৌড়ি করে, কারণ সিটের বরাদ্দ দেয় ওয়ার্ড বয় ও আয়ারা (যদিও বরাদ্দ দেওয়ার কথা নার্সদের) তাছাড়া পরিবেশটা ছিলো অমানবিক।
সরওয়ার্দি হাসপাতালের চিত্র, ছবিঃ নাজমুল হকআমাদের বাজেটের চেয়ে, চিন্তায় বেশি বরাদ্দ দেওয়া উচিত। ইসরাইল আয়তনে বাংলাদেশ থেকে ৭ গুণ ছোট এবং জনসংখ্যায় ১৯ গুণ কম তবে অর্থনীতিতে ৫০ গুণ বড় । শুধু চিন্তায় পার্থক্য তাদের ৮৫ লক্ষ লোকের জন্য Google বা Facebook রিকোয়েস্ট করে তাদের দেশে অফিস খুলে। অথচ আমাদের ১৭ কোটি মানুষের দেশে কতবার রিকোয়েস্ট করলাম তারা অফিস খুলে না…!!
সরওয়ার্দি হাসপাতালের চিত্র, ছবিঃ নাজমুল হকসরওয়ার্দি হাসপাতালের চিত্র, ছবিঃ নাজমুল হক সরওয়ার্দি হাসপাতালের চিত্র, ছবিঃ নাজমুল হক সরওয়ার্দি হাসপাতালের চিত্র, ছবিঃ নাজমুল হক
সরওয়ার্দি হাসপাতালের চিত্র, ছবিঃ নাজমুল হক সরওয়ার্দি হাসপাতালের চিত্র, ছবিঃ নাজমুল হক
সরওয়ার্দি হাসপাতালে ডিজিটাল হাজিরার চিত্র, ছবিঃ নাজমুল হক
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post