আজ থেকে গণহারে টিকাদান শুরু করলো ওমান, যেখান থেকে টিকা গ্রহণ করবেন প্রবাসীরা
ওমানে জাতীয় টিকাদান কর্মসূচি প্রচারণার প্রথম পর্বের অংশ হিসাবে আজ (৭-ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন টিকাদান কর্মসূচি। এই টিকাদান কর্মসূচিতে ৬৫ বা তার বেশি বয়সের নাগরিকরাও অংশগ্রহণ করতে পারবেন।
অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেশটির সকল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী ভ্যাকসিন গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সহযোগিতায় মন্ত্রণালয় যেসব স্বাস্থ্যকেন্দ্রগুলি টিকা গ্রহণ শুরু করেছে সেগুলির সময় ও তালিকা নিচে উল্লেখ করা হলো:-
মাস্কাট পৌরসভায় মোট দশটি ক্লিনিক থেকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে,
সিবের হাই আল জামা স্বাস্থ্য কেন্দ্রে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে।
মাবেলা আল শাদি স্বাস্থ্য কেন্দ্রে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে।
বৌশার এবং উত্তর আল খয়ের স্বাস্থ্যকেন্দ্রে সকাল সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে।
আল আজাইবা স্বাস্থ্যকেন্দ্র রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
মাতরাহ এবং রুই অঞ্চলের জন্য রুই স্বাস্থ্যকেন্দ্র রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে।
আরো পড়ুনঃ ওমানের নতুন ভিসা ফি’র বিস্তারিত তথ্য
মাস্কাট স্বাস্থ্য কেন্দ্রটি চালু থাকবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।
উত্তর আল বাতিনা পৌরসভার সোহার স্বাস্থ্য কমপ্লেক্স সকাল ৭ টা থেকে রাত ৮ টা।
ফালাজ আল কাবেল স্বাস্থ্যকেন্দ্র সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২ টা।
সাহাম এবং আল গাওয়াইস স্বাস্থ্য কেন্দ্র সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর ২ টা।
সুইক স্বাস্থ্য কমপ্লেক্স সকাল ৭ টা থেকে রাত ৮ টা।
আল খদরা স্বাস্থ্যকেন্দ্র সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর ২ টা।
আল খাবুরা স্বাস্থ্য কমপ্লেক্স, লিওয়া স্বাস্থ্যকেন্দ্র এবং শিনাস স্বাস্থ্য কমপ্লেক্স তিনটিতেই সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে।
দক্ষিণ আল-বাতিনা পৌরসভার রুস্তাক স্বাস্থ্য কমপ্লেক্স, আল-মুসানাহ স্বাস্থ্য কমপ্লেক্স, বারকা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৭টা থেকে রাত ৮ টা, নাখাল স্বাস্থ্য কেন্দ্র, ওয়াদি আল মাওলা স্বাস্থ্য কেন্দ্র, আল-আওয়াবী স্বাস্থ্য কেন্দ্রে সকাল সাড়ে-৭ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে।
আল দাহিরা পৌরসভার ইবরি স্বাস্থ্য কমপ্লেক্স, ধাংক স্বাস্থ্য কেন্দ্র, ইয়ানকুল স্বাস্থ্য কেন্দ্র, তানেম স্বাস্থ্য কেন্দ্র, মাকানিয়াত স্বাস্থ্য কেন্দ্র, হাগেরমেট স্বাস্থ্য কেন্দ্র, ওয়াদি আল-আইন স্বাস্থ্য কেন্দ্র রবিবার থেকে বৃহস্পতিবার সকল ৮ থেকে দুপুর ১ পর্যন্ত টিকা দেওয়া হবে।
ধোফার পৌরসভার ধালকুত, মিরবাট, সাদাহ, হাল্লানিয়াত দ্বীপপুঞ্জ, রাখুত, তামরিদ, মাকসিন, তাকাহ, আল মাজাইনা স্বাস্থ্যকেন্দ্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটি ও সরকারী ছুটির দিন সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে।
আরো পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণে নতুন করে কড়াকড়ি আরোপ করলো কাতার
এ ছাড়াও সালালাহ পৌরসভার বেশ কয়েকটি মেডিকেল সেন্টার থেকেও ভ্যাকসিন প্রদান করা হবে। সেগুলো হলো: সুলতান কাবুস হাসপাতাল, দারিজ স্বাস্থ্যকেন্দ্রে সকাল আট থেকে দুপুর ২ টা পর্যন্ত।
নিউ সালালাহ স্বাস্থ্যকেন্দ্র, সাদা স্বাস্থ্যকেন্দ্র, আওকাদ স্বাস্থ্য কেন্দ্র এবং পশ্চিম সালালাহ স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা।
ভ্যাকসিন নেওয়ার জন্য পাসপোর্ট বা রেসিডেন্স কার্ড (পতাকা) সাথে আনতে বলা হয়েছে। অক্সফোর্ড আস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রথম ডোজ গ্রহণের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post