নিউইয়র্কে জাতিসংঘ ও আল জাজিরা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রতিবাদে এই সমাবেশ করা হয়। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২ টায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আল-জাজিরা প্রতিবেদনটি একটি কাল্পনিক ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বলে উল্লেখ করেন প্রতিবাদকারীরা।
আরো পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণে নতুন করে কড়াকড়ি আরোপ করলো কাতার
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য। তাদের একটি অশুভ উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়েই এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের এ প্রতিবেদন ভিত্তিহীন এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। সমাবেশে অংশ নেওয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, দেশের অর্জন ও অগ্রগতিকে মেনে নেননি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি এ প্রতিবেদনটি তাদের কৌশলী ষড়যন্ত্র মাত্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post