র্যাবের হাতে আটক হয়েছেন ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া (৫৯)। মঙ্গলবার (২-ফেব্রুয়ারি) ঢাকার আদাবর থানাধীন শেখেরটেক পিসি কালচার হাউজিং এলাকা থেকে তাকে আটক করে র্যাব-২।
ওমান থেকে একাধিক প্রবাসী তার বিরুদ্ধে প্রবাস টাইমকে জানিয়েছেন, বছরখানেক আগে ওমান থেকে জেলখেটে তিনি পালিয়ে দেশে চলে আসেন। তার বিরুদ্ধে ওমানেও একাধিক অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
বাংলাদেশেও তার বিরুদ্ধে একাধিক অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সর্বশেষ চট্টগ্রামের ওমান প্রবাসী সিআইপি মোহাম্মদ মোছাদ্দেক চৌধুরীর আনোয়ারা থানায় দায়ের করা এক মামলায় গ্রেফতার হন শফিকুল ইসলাম ভূঁইয়া।
আরো পড়ুনঃ ওমানের এনওসি প্রথা বাতিল হওয়ায় কমবে মজুরি বৈষম্য
তার ব্যাপারে আনোয়ারা থানায় যোগাযোগ করলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রবাস টাইমকে জানান, “আসামীকে চট্টগ্রাম কোর্টে পাঠানো হয়েছে, জামিন না পেলে জেলে যেতে হবে। তবে যেহেতু মামলা হয়েছে, সুতরাং সহজেই জামিন পাওয়ার সম্ভাবনা নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post