ওমানে মহামারী করোনায় আজ নতুন আক্রান্তের সংখ্যা ১৫৪ জন এবং মৃত ২ জন। বৃহস্পতিবার (২৮-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত সহ এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৭২৮ জন এবং নতুন ২ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫২৭ জন। নতুন ৮৬ জন সুস্থ সহ মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৭২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৯৬ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ২৩ জন।
আরো পড়ুনঃ বিশ্বে করোনার সর্বোচ্চ তাণ্ডব
বর্তমানে দেশটিতে সংক্রামিত রোগীর সংখ্যা, আইসিইউ ও হাসপাতালের ওয়ার্ডগুলিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে। যে কারণে ইতিমধ্যেই সকল ধরণের জনসমাগম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কমিটি। এমতাবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post