দ্বিতীয় দফায় করোনা ভ্যাকসিন টিকা প্রদানে স্থান ও সময়সূচী ঘোষণা করেছে ওমানের দক্ষিণ আল বাতিনা স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ আল বাতিনার নাগরিক ও প্রবাসীদের জন্য এই নোটিশ জারি করা হয়েছে। নোটিশে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ‘‘করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি নিম্নলিখিত স্থানে সপ্তাহে সাত দিন পাওয়া যাবে।
১. রুস্তাক স্বাস্থ্য কমপ্লেক্স (সকাল ৭টা থেকে রাত ৮টা)
২. আল মুসান্না স্বাস্থ্য কমপ্লেক্স (সকাল ৭টা থেকে রাত ৮টা)
৩. বারকা স্বাস্থ্য কমপ্লেক্স (সকাল ৭টা থেকে রাত ৮টা)
৪. নাখাল স্বাস্থ্য কেন্দ্র (সকাল ৭ টা থেকে দুপুর ২টা)
বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রথম পর্যায়ে টিকা দেওয়া ব্যক্তিদের ২১ দিন পর দ্বিতীয় দফায় করোনা ভ্যাকসিন নিতে হবে। যারা প্রথম দফায় এই ভ্যাকসিন নিয়েছেন কেবলমাত্র তাদেরই দ্বিতীয় দফায় ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে রবিবার থেকেই করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিপূর্বে যারা ফাইজার-বায়োনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছিলো কেবলমাত্র তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রবিবার (১৭-জানুয়ারি) বাউশার পলিক্লিনিকে প্রথম করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ মোহাম্মদ আল সাইদী। ভ্যাকসিন গ্রহণ শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ওমানে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের মধ্যে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। প্রথম পর্যায় দেশটিতে ৩৮ হাজার ৯০০ জন এই ভ্যাকসিনের টিকা নিয়েছে।
আরো পড়ুনঃ ফের চালু হলো ওমান শ্রম মন্ত্রণালয়ের অনলাইন সেবা
এক বিবৃতিতে মন্ত্রী আরো বলেন, ‘‘করোনা ভ্যাকসিনের এক ডোজ নেওয়ার ২ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে হয়। সেই লক্ষ্যে দেশে আবারও শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের কর্মসূচি। বিশ্বের সকল দেশেই একই হিসেবে এই ডোজ প্রদান করা হবে। ওমানে প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি অনেক ভালো হয়েছে।”
করোনার প্রথম পর্যায়ে প্রায় ২৪ হাজার ৭৭৩ জন ব্যক্তিকে এই টিকা দেওয়া হয়েছে যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন, প্রবীণ এবং প্রথম সারির স্বাস্থ্যকর্মী ছিলেন। আশা করা যাচ্ছে খুব ভালো ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বিতীয় ডোজ নিয়ে এগিয়ে যাবে বলে জানান মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post