মহামারী করোনার কারণে এবারের নববর্ষ উদযাপন বিধিনিষেধ ছিল অনেক। এর পরেও নতুন বছরকে স্বাগত জানাতে ভুলে যাননি প্রবাসীরা। নতুন বছরের প্রথম দিনে দারুণভাবে উদযাপন করেছেন মালদ্বীপ প্রবাসীরা।
গতকাল শুক্রবার, মালদ্বীপে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে দেশটির রাজধানী মালের স্থানীয় একটি অডিটোরিয়ামে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মালদ্বীপ সোনার বাংলা শিল্পী গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ আক্কাস দেওয়ান এর সঞ্চালনায় মোঃ রতন মিয়াজির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ এর কার্যনির্বাহী পরিষদের সহ- প্রচার সম্পাদক কাজী মোখলেছ, কর্ম প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ দুলাল, প্রবাসী অধিকার পরিষদের মালদ্বীপ শাখার সমন্বয়ক এমডি সুজন শেখ।
আরো পড়ুনঃ ওমানে আল ওয়ান শপিং সেন্টারে চাকরীর সুযোগ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী মোঃ মোশাররফ, প্রবাসী শিল্পী মোঃ জনি সহ মালদ্বীপে অবস্থিত বিভিন্ন অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবাসীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post