খুব শীঘ্রই দেশের মিডিয়া জগতের উপস্থাপনায় ফের নিয়মিত হচ্ছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহমিনা জাদীদ ডেইজী। একুশে টেলিভিশনে ‘মনের কথা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে দেশের মুল ধারার মিডিয়াতে নতুন ভাবে যাত্রা শুরু করছেন তিনি। আগামী শনিবার (২৬-ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
উপস্থাপনা প্রসঙ্গে ডেইজী বলেন, আগে বিভিন্ন বিষয়ে কমবেশি উপস্থাপনা করেছি। তবে মাঝখানে লম্বা একটা গ্যাপ হয়ে গিয়েছিল। আবার নিয়মিত উপস্থাপনার কাজটি এবার মনের কথা দিয়ে শুরু করতে যাচ্ছি।
এই অনুষ্ঠানটির দৃশ্য ধারণ হয়েছে। ইউএনডিপির সহযোগিতায় অনুষ্ঠানটির অতিথি হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কউন্সেলিং বিভাগের চেয়ারপার্সন ও অধ্যাপক ড. মেহজাবিন হক। করোনাকালে মনো স্বাস্থ্য নিয়ে এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে, যা সকলকে আরও সচেতন করার প্রয়াস হবে।
আরো পড়ুনঃ করোনার নতুন ধরন শনাক্তে গোটা বিশ্বে আতঙ্ক
সঙ্গীতশিল্পী তাহমিনা জাদীদ ডেইজীর সঙ্গীতের হাতেখড়ি সেই ছোটবেলা থেকেই। গানকে ভালবেসে বিভিন্ন সময় স্রোতাদের উপহার দিয়েছেন অনেক গান। খুব শিগগিরই তার চার ধাঁচের চারটি গান রিলিজ হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডেইজী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post