ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তার সরকারি অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তার করোনা আক্রান্তের খবর প্রকাশ করা হয় আন্তর্জাতিক গণমাধ্যমে বিবিসি ও স্কাই নিউজে। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন বলে জানাগেছে।
ফরাসি প্রেসিডেন্টের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ম্যাক্রোঁর করোনায় আক্রান্তের প্রমাণ মিলেছে। এখন তিনি সাতদিনের আইসোলেশনে আছেন। আপাতত দূর থেকেই তিনি তার জরুরি কাজগুলো সম্পাদনা করবেন।
আরো পড়ুনঃ ইতালির নতুন ভিসা প্রত্যাশীদের দুয়ার খুললো
উল্লেখ্য: সাম্প্রদায়িক ইস্যুতে নানা আপত্তিকর মন্তব্যের কারণে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছেন ম্যাক্রো। তার কর্মকান্ডের তীব্র সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বিপজ্জনক বিষয় নিয়ে খেলছেন। তিনি এখন অনিয়ন্ত্রিত আচরণ করছেন। ফরাসি প্রেসিডেন্টের এই উন্মত্ততার প্রতি ঘৃণা জানিয়েছে তুরস্কের জনগণ এবং ম্যাক্রোঁর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোগান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post