ওমানে মহামারী করোনায় আজ আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১১৬ জন, যা গতকালের তুলনায় ৯৯ জন কম। তবে গতকালের তুলনায় আজ মৃতের সংখ্যা বেড়েছে ২ জন। গত ২৪ ঘন্টায় নতুন ৫ জন মৃত সহ দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৮০ জন।
এদিকে নতুন আক্রান্ত সহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৮৩৫ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৭৩৬ জন। যা মোট আক্রান্তের ৯৩.৬ শতাংশ রোগী এখন সুস্থ।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১১ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১০৯ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৪৯ জন। আজ নতুন সুস্থ হয়েছেন ২৩১ জন।
আরো পড়ুনঃ পরকীয়া করে হাতেনাতে ধরা খেলো ওমান প্রবাসীর স্ত্রী
এদিকে গতকাল মধ্যপ্রাচ্যের তৃতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফাইজার বায়োনটেক কোম্পানির তৈরি করোনা ভ্যাকসিন আমদানির লাইসেন্স দিয়েছে ওমান। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য অধিদফতর, ওমানের ফার্মেসি ও ড্রাগ কন্ট্রোলের জেনারেল অধিদফতরকে এই ভ্যাকসিন আমদানির জন্য লাইসেন্স প্রদান করেছে। করোনায় আক্রান্ত ব্যক্তি এবং ১৬ বছর বা তার বেশি বয়সের রোগীদের জরুরি ভাবে ভ্যাকসিন প্রয়োগের জন্য এই লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। খবর, রয়টার্স
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
এদিকে বাংলাদেশে আজ আক্রান্ত এবং মৃত দুইটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৫৬। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৩২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৬২২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন।
আরো পড়ুনঃ ইতালির নতুন ভিসা প্রত্যাশীদের দুয়ার খুললো
বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৩৮ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৪১ হাজার। গত ২৪ ঘণ্টায় আবারও ১২ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post