চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সংযুক্ত আরব আমিরাতের জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ৬৮ লাখ যাত্রী চলাচল করেছে।
এ পরিমাণ ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি। প্রথম প্রান্তিকে প্রায় ২ লাখ ৯০ হাজার যাত্রীর গন্তব্য ছিল লন্ডন। শীর্ষ পাঁচ শহরের তালিকায় এর পর রয়েছে মুম্বাই, কোচি, দিল্লি ও দোহা।
গত নভেম্বরে নতুন টার্মিনাল খোলার পর এ বিমানবন্দরে পরিষেবার আওতা বেড়েছে।
মার্চে শেষ হওয়া প্রান্তিকে ইউএইর রাজধানীর পাঁচটি বিমানবন্দরের সেবা নিয়েছেন ৬৯ লাখ যাত্রী, যা আগের বছরের চেয়ে ৩৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post