ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ঈঞ্জিন রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে যাত্রীদের অনেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। লঞ্চটিতে প্রায় ৬ শতাধিক যাত্রী ছিলেন।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে চাঁদপুরের হাইমচর সংলগ্ন মেঘনা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর যাত্রীদের উদ্ধারে কর্ণফুলী-১৪ লঞ্চ ছুটে যায়। এ ঘটনায় নদীতে ঝাঁপিয়ে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এছাড়া যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চটি চাঁদপুরের হাইমচর সংলগ্ন আবাল বিল নামের একটি চরে নোঙর করে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে।
কর্ণফুলী- ৩ লঞ্চের সহকারী মাস্টার মো. রইচ উদ্দিন সুমন এসব তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশো যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সোয়া ১০টার দিকে লঞ্চটির ইঞ্জিন রুমে হঠাৎ করে আগুন লেগে যায়।
আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লঞ্চটি আবাল বিলের চরে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সহকারী মাস্টার আরো জানান, হঠাৎ করে লাগা আগুন পুরো ইঞ্জিন রুমে ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে।
ওই লঞ্চে থাকা মনিরুল ইসলাম রুবেল নামের এক যাত্রী জানান, আগুন লাগার খবরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইঞ্জিন রুমসহ লঞ্চের নিচতলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
ভোলা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন জানান, ঘটনাটি জানার পর প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ডকে বিষয়টি অবগত করেছেন। চাঁদপুরের একটি কোস্টগার্ড টিম ঘটনাস্থলে যাবে। তবে লঞ্চটিতে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post