পটুয়াখালীর দুমকি উপজেলায় সৌদি প্রবাসী ভাতিজার হামলায় চাচা সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজ সিকদার (৭০) নিহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত ছেলে শহিদ শিকদার (২৮) শনিবার হঠাৎ উত্তেজিত হয়ে তিন/চারজন প্রতিবেশীর ঘরের দরজা, জানালা ভাঙচুর করে দিগ্বিদিক ছোটাছুটি করে।
একপর্যায়ে তার চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের হাতে থাকা ধারালো দা কেড়ে নিয়ে তাকেই উপর্যুপরি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে শহিদকে ধরে পুলিশে সোপর্দ করে। অপরদিকে গুরুতর আহত অবস্থায় আজিজকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর বিকেলের দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুমকী থানার ওসি তারেক মো. আবদুল হান্নান।
এদিকে, আটক শহিদ সিকদারের ভাই সবুজ সিকদার দাবি করেন, সৌদি আরব থেকে ফিরে এসে শহিদ সিকদার বেশ কিছুদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। আজ হঠাৎ করে এমন কাণ্ড ঘটিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান জানান, নিহত আজিজ শিকদারের লাশ বরিশাল হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণ আছে কিনা তা খুঁজে দেখা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post