আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইসরায়েলি সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল হারজে হালেভি পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। শুধু তিনিই নয় বরং ইসরায়েলি সেনাবাহিনীতে থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বিশাল অংশ এ সময় পদত্যাগ করতে পারেন।
সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে আসে। ঠিক কী কারণে সেনাপ্রধানসহ কর্মকর্তারা পদত্যাগ করবে তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা যাচ্ছে, হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন।
৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে সরে যেতে চাইচ্ছেন এই কর্মকর্তারা। আপাতত যুদ্ধ চলছে তাই সবাই নিজদের দায়িত্ব পালন করে চলেছেন। কিন্তু যুদ্ধ থামলে কিংবা এর আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তারা।
এর আগে ইসরায়েলি সেনাপ্রধান হালেভি বলেছেন, তিনিই গত ৭ অক্টোবর যা হয়েছে তার জন্য দায়ী। যা হয়েছে এবং যা হবে তিনি একাই তার সব দায় নেবেন। ইসরায়েল এখন যুদ্ধে আছে তাই সেনাবাহিনীর এক মাত্র লক্ষ্যবস্তু বর্তমানে শুধু যুদ্ধের দিকে থাকতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post