পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে লাশ হয়ে প্রবাস থেকে ফিরতে হচ্ছে লাখ প্রবাসীর। অনেক পরিবার নিঃস্ব হয়েছে পরিবারের একমাত্র উপার্যনের ব্যক্তি হারিয়ে।
প্রতিদিনই বাংলাদেশে গড়ে মৃতদেহ আসছে ১০ থেকে ১২ জন প্রবাসীর। বাংলাদেশ সরকারের তথ্যমতে, সৌদি আরবে গত ১৪ বছরে কমপক্ষে ১৩ হাজার ৬৮৫ বাংলাদেশি প্রবাসী কর্মী মারা গেছেন। এর মধ্যে এক হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে ২০২২ সালেই। শুধুমাত্র সৌদিতেই প্রতিদিন গড়ে চারজনের বেশি বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে।
বিশ্বের মধ্যে ১ কোটিরও বেশি বাংলাদেশি কাজ করলেও শুধু মধ্যপ্রাচ্যেই ৭৫ ভাগই শ্রমিক কাজ করে। যার মধ্যে সৌদি আরবে ২০ লাখের বেশি শ্রমিক কাজ করে। আর সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি মৃতদেহ আসে। যখন জীবন সাজানোর সময়েই ধমকে যাচ্ছে সৌদি প্রবাসীদের জীবন, কিন্তু কেন?
অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, এমনিতেই প্রচণ্ড গরম থাকে মরুর দেশে তারপরে কাজের পরিবেশ না থাকায় বাংলাদেশি শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছে ফলে বাড়ছে স্ট্রোকের ঘটনা। তাছাড়া অমানবিক পরিশ্রমের কারণেও মৃত্যু বাড়ছে বলে মনে করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post