প্রবাসী ও নাগরিকদের আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্সি পারমিটসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মেয়াদ নিশ্চিতে অনুস্মারক জারি করেছে রয়্যাল ওমান পুলিশ।
এসব নথিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে সরকারী ছুটির আগেই তা ইস্যু করে নেয়ার পরামর্শ দিয়েছে তারা। মঙ্গলবার ওমানি গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
এক বিবৃতিতে পুলিশ বলছে, সামনে ঈদুল ফিতর উপলক্ষে বড় ছুটি আসছে। এসময় বাসিন্দারা ভ্রমণেও বের হবেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের মেয়াদ যাচাই করাটা জরুরি। তাই অফিসিয়াল ছুটির আগেই বিড়ম্বনা এড়াতে জরুরি কাগজের বৈধতা যাচাই করে নেয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ ছুটির সময়ে চাইলেও আর এসব নথি সত্যায়িত করার সুযোগ থাকবেনা। আবার চেকিংয়েও ঝামেলায় পড়তে হতে পারে। তাই যথাসময়ে কাগজপত্র ইস্যু করার পরামর্শ দিলো ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post