পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা থেকে বৈরী আবহাওয়ার কবলে পড়তে যাচ্ছে ওমান। লঘুচাপের প্রভাবে আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে এই খবরের মধ্যেই আরও একটি দুঃসংবাদ দিলো ওমানের আবহাওয়া বিভাগ। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, বুধবার থেকে ফের লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকিছু ঘটলে তা ওমানের বাসিন্দাদের জন্য আরও অস্বস্তি বয়ে আনবে।
এক বিবৃতিতে আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে ওমানের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মুসান্দাম এবং ওমান সাগরের উপকূলীয় অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওমান সাগরও থাকবে উত্তাল। মুসান্দামের পশ্চিম উপকূল এবং ওমান সাগরের উপকূলীয় এলাকায় ১.৫ – ২.৫ মিটারের মাঝারি আকারের ঢেউ আছড়ে পড়বে।
এসময় সবাইকে বজ্রপাত নিয়ে সতর্ক থাকার পাশাপাশি উপত্যকা অতিক্রম না করা, নিচু স্থান এড়িয়ে চলা এবং সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে সিভিল এভিয়েশন।
এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও টানা ৪ দিনের ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছিলো ওমান। ভারী বৃষ্টির পর ওয়াদির তীব্র স্রোতে প্রবাসীসহ অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। এমনকি এখনও নিখোঁজ রয়েছেন জাবাল আখদারের স্রোতে ভেসে যাওয়া আরও এক ব্যক্তি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post