অবৈধ পথে ইতালিতে প্রবেশ করা এবার কঠিন হতে যাচ্ছে। দেশটি সরকার সাগর পথে আসা অবৈধ অভিবাসীদের পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার শরণার্থী শিবিরে পাঠানোর ঘোষণা দিয়েছে। এরইমধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে।
কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না সাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ঢল। প্রতিনিয়ত বাড়ছে এই সংখ্যা। দেশটির সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপও কাজে আসছে না।
এমন পরিস্থিতিতে অবৈধ পথে ইতালি প্রবেশ বন্ধে আরও কঠোর হচ্ছে মেলোনি সরকার।
বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ঢল ঠেকাতে এবার আলবেনিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইতালি। চুক্তি অনুযায়ী, ইতালিতে প্রবেশ করতে আসা সব অবৈধ অভিবাসীকে পাঠিয়ে দেয়া হবে আলবেনিয়ায় ইতালি পরিচালিত অভিবাসন ক্যাম্পে।
এতে করে অবৈধ পথে ইতালি প্রবেশ করতে পারবেন না তারা। জীবনের ঝুঁকি নিয়ে কাউকে দেশটিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
গেল দুই বছরে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইতালিতে প্রবেশ করেছেন দুই লাখের বেশি অভিবাসন প্রত্যাশী। যাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৩৫ হাজারের বেশি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য মতে, ২০২৩ সালে কেবল ভূমধ্যসাগরে নৌকাডুবে মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post