খাদ্য সমতার আওতায় ফিলিস্তিনিদের অধিকারের বাস্তবায়ন এবং ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের এজেন্সি ইউএনআরডব্লিউএ – এ অর্থ সহায়তা চালু রাখতে একটি প্রস্তাবনা ঘোষণা করা হয়েছে। সম্প্রতি খাদ্য সমতার উপরে কাতারের দোহায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা প্রস্তাব করা হয়েছে। কাতারের জাতীয় মানবাধিকার কমিটির উদ্যোগে গত মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি ) থেকে দুই দিনব্যাপী ওই সম্মেলনে দেশটির সরকারের নেতৃস্থানীয়রা অংশ নেন।
সম্মেলনে গৃহীত ওই ঘোষণায় বলা হয়েছে, অবিলম্বে অবরুদ্ধ গাজায় পরিচালিত বর্বরতা এবং গণহত্যা বন্ধ করে ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এছাড়া ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার না করে গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পানি, খাদ্য, চিকিৎসাসহ গাজাবাসীর প্রয়োজনীয় উপাদানের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির পৃষ্ঠপোষকতায় সম্মেলনে ৬০০ জনেরও বেশি কর্মকর্তা এবং বিশেষজ্ঞ অংশ নেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন মানবাধিকার কমিটির মহাসচিব সুলতান বিন হাসান আল জামালি। ঘোষণাপত্রে কৃষি খাতে ব্যক্তিগত এবং আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগের উপর গুরুত্বারোপ করা হয়।
খাদ্য অধিকারের যথাযথ প্রাপ্য নিশ্চিত করা এবং খাদ্য সমতায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরামর্শ দেয়ার পাশাপাশি সম্মেলনে অচিরেই একটি মনিটরিং কমিটি গঠন এবং চার বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post