ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও গাজা সরকারের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার এক ছেলে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন।
অসমর্থিত সূত্রের বরাতে ইরানের প্রেস টিভি জানিয়েছে, শনিবার গাজার একটি আবাসিক এলাকায় ইসরাইল বিমান হামলা চালালে ২২ বছর বয়সি হাজিম হানিয়া নিহত হন।
সূত্রগুলো জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে হানিয়ার নিজস্ব বাড়িসহ গাজায় এই হামাস নেতার আত্মীয়-স্বজনের ঘরবাড়িতে লাগাতার বিমান হামলা চালাচ্ছে দখলদার সেনারা। এসব হামলায় ইসমাইল হানিয়ার অন্তত ১৪ আত্মীয় নিহত হয়েছেন।
বর্তমানে কাতারে অবস্থিত হামাসের প্রবাসী দপ্তরের দায়িত্ব পালন করছেন এ নেতা। গাজায় যুদ্ধবিরতিসহ বন্দিবিনিময়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কূটনৈতিক দায়িত্ব পালন করছেন তিনি।
তবে ছেলের মৃত্যুর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ইসমাইল হানিয়া।
এদিকে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে অভিযান চালানোর যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস।
সংগঠনটি বলেছে, সমস্ত উপত্যকার বেশিরভাগ মানুষ এখন রাফাহ শহরে অবস্থান করছে। কাজেই সেখানে হামলা হলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে এবং লাখ লাখ মানুষ হতাহত হবে। হামলা হলে সে দায় আমেরিকা ও ইসরাইলকে নিতে হবে বলে জানিয়েছে হামাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post