ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মালদ্বীপে বাড়ছে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকের সংখ্যা। পিছিয়ে নেই বাংলাদেশিরাও। দেশটিতে পর্যটক আগমনের শীর্ষ ২০টি দেশের মধ্যে ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ভারত ও মালদ্বীপের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মালদ্বীপকে বয়কটের ডাক দেন ভারতীয়রা। রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে পর্যটক কমবে বলে মনে করা হলেও দিনদিন তা বেড়েই চলেছে।
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ভ্রমণে শীর্ষে থাকা ভারতের অবস্থান এখন পঞ্চম। তবে ভারতীয় পর্যটক হ্রাসের বিপরীতে ইতালি ও চীনের পর্যটক বেড়েছে উল্লেখযোগ্যসংখ্যক। গত ৩০ জানুয়ারি পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার পর্যটক দেশটি ঘুরতে গেছেন। গত বছরের একই সময়ের তুলনায় যা ৬ হাজারের বেশি।
জানা যায়, আগের তুলনায় বাংলাদেশি পর্যটক বেড়েছে ৬৯ শতাংশ। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে ১৬ হাজার ৮০৭ জন বাংলাদেশি মালদ্বীপে ভ্রমণ করলেও ২০২৩ সালে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৬ জনে। এই হিসাবে মালদ্বীপের শীর্ষ ২০টি পর্যটন বাজারে মধ্যে বাংলাদেশ ১৫তম স্থান দখল করে নিয়েছে।
মূলত, বাংলাদেশ থেকে মালের সরাসরি ফ্লাইট এবং সাশ্রয়ী ভ্রমণ প্যাকেজের ফলে দিন দিন অনেক বাংলাদেশিদের কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে মালদ্বীপ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post