প্রবাসীদের বিনিয়োগ আর্কষণের প্রধান কাজ হচ্ছে বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা। তাছাড়া বিনিয়োগের সঠিক তথ্য ও নীতি সহায়তা প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সেন্টার ফর এনআরবি’র একটি প্রতিনিধি দল বাণিজ্য প্রতিমন্ত্রী আহাসানুল ইসলাম টিটো এমপি’র সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন ।
সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুয়েব আহমদ চৌধুরী, মাহাবুব আনাম, আওরঙ্গজেব চৌধুরী, মাশিউজ্জামান সেরনিয়াবাত ও মেহেদী হাসান চৌধুরী । এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রতিনিধি দল প্রবাসীদের বিনিয়োগ সহায়ক নানা প্রস্তাব তুলে ধরেন। যার মধ্যে অন্যতম রয়েছে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য বাণিজ্য মন্ত্রনালয়ে বিশেষ সেল গঠন করা এবং প্রবাসীদের সম্পদ ও প্রেরিত রেমিটেন্স—সংশ্লিষ্ট কর বিষয়ক জটিলতা নিরসন ও পদ্ধতি সহজ করা।
বৈঠকে মন্ত্রী মনোযোগ সহকারে প্রতিনিধিদলের বক্তব্য শুনেন এবং তার মন্ত্রণালয়ের অধীন বিষয়গুলো বিবেচনার আশ্বাস প্রদান করেন। তিনি বিভিন্ন দেশে অনুষ্ঠেয় মেলা সমূহে বাংলাদেশের পণ্য বিশেষ করে হস্তশিল্প ও বাংলাদেশের খাদ্য পণ্য জনপ্রিয় করা ও বিপণনে প্রবাসীদের সহায়তা কামনা করেন।
বিদেশে মিশনগুলোতে বাণিজ্য কর্মকর্তার নিয়োগ বিষয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন দেশে নিয়োজিত কর্মকর্তাদের সাথে জুম বৈঠক করেছি এবং তাদেরকে নানা নির্দেশনা প্রদান করেছি। তিনি এনআরবি সেন্টারের ব্রান্ডিং কাযর্ক্রমের প্রশংসা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post