এবার এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তাদের হামলার কারণে জাহাজটিতে এখনো আগুন জ্বলছে বলে জানিয়েছে আলজাজিরা। শনিবার (২৭ জানুয়ারি) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে জাহাজটিতে হামলা হয়েছে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।
জাহাজটির মালিকানা কোম্পানি ট্রাফিগুরা জানিয়েছে, শুক্রবার হামলা করা ব্রিটিশ ট্যাংকারটিতে এখনো আগুন জ্বলছে। এডেন উপসাগরে জাহাজটিতে হুতিরা হামলা চালিয়েছিল।
কোম্পানিটি জানিয়েছে, সামরিক যানের সহায়তায় ট্যাংকারের ক্রুরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ক্রুদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকার। জাহাজটিতে হামলার কারণে কোনো হতাহতের তথ্য এখনো জানা যায়নি।
কোম্পানিটি জানিয়েছে, মার্লিন লুয়ান্ডা নামের ট্যাংকারটি হুতিদের হামলায় স্টারবোর্ড সাইডের একটি ট্যাংকে আগুন লেগে গিয়েছিল। এটি এখনো আগুনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সামরিক বাহিনীর বরাতে জানায়, এডেন উপসাগরে একটি ট্যাংকারে হুতিরা হামলা চালিয়েছে। তাদের হামলার কারণে জাহাজটিতে আগুন লেগে গিয়েছিল।
মার্কিন সমারিক বিভাগ জানিয়েছে, হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন নৌবাহিনীসহ অন্যরা জাহাজটির সাহায্যে এগিয়ে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি হামলার পর সংকেত পাঠায়। এরপর মার্কিন রণতরী ইউএসএস ক্যানারিসহ অন্যরা এটিকে সাহায্য করে আসছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post