মালয়েশিয়ায় ১০ বছর ধরে খালি পড়ে থাকা একটি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। সোমবার অ্যাপার্টমেন্টের মালিক তেরেঙ্গানুর একটি থানায় অভিযোগ দায়ের করলে ওইদিন রাতে পুলিশ ওই অ্যাপার্টমেন্ট থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে।
এর আগে বন্ধুর অব্যবহৃত অ্যাপার্টমেন্টে গিয়ে অজ্ঞাত কয়েকজন বাংলাদেশীকে দেখে বিস্মিত হন মালয়েশিয়ার সেলানগরে এক ব্যক্তি। গত ১০ বছর ধরে খালি ওই অ্যাপার্টমেন্টে কোনো লোক থাকার কথা না হলেও সেখানে গিয়েই তাদের দেখা মেলে। তার বন্ধু সম্পত্তিটি বিক্রির জন্য অনুরোধ করলে তিনি সাহায্য করতে রাজি হন।
তিনি বলেন, মালিকের কথা অনুযায়ী ১০ বছর আগে অ্যাপার্টমেন্ট কেনার পর থেকে এটি খালি রয়েছে। কখনোই ভাড়া দেয়নি তিনি। তিনি বলেন, স্থানীয়রা কখনো আরেকজনের ফাঁকা বাসা দখল করতে সাহস পাবেনা। এই বাংলাদেশিরা উল্টা তাকে প্রশ্ন করছিল, এটা যে তার বন্ধুর অ্যাপার্টমেন্ট, তার প্রমাণ কী? পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে বাংলাদেশিরা জানান, অ্যাপার্টমেন্টের দরজার তালা ভেঙ্গে গত দুই মাস ধরে ওই বাংলাদেশিরা পাশের বাসা থেকে পানি ও ইলেক্ট্রিক লাইন টেনে বসবাস করছেন। এরপর খবরটি দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post