ঢাকা পর্ব শেষে বিপিএল দশম আসরের গন্তব্য সিলেটে। দুটি পাতা একটি কুঁড়ির দেশে বিপিএলের দুটি ম্যাচ দেখা যাবে সর্বনিস্ম ২০০ টাকায়। কোথায় পাওয়া যাবে এই টিকিট সেই তথ্য জানিয়েছে বিসিবি।
আগামী ২৬ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
সিলেটে বিপিএলের টিকিটের সর্বনিন্ম মূল্যি ধরা হয়েছে ২০০ টাকা। গ্রিন হল ও ওয়েস্টার্ন গ্যালারিতে এই টাকায় টিকিট পাওয়া যাবে। ইস্টার্ন গ্যালারিতে টিকিট কিনতে হলে গুনতে হবে ৪০০ টাকা, ক্লাব হাউজে ৮০০ টাকা ও গ্রান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
টিকিট বিক্রয় করা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে। এছাড়াও রিকাভীবাজারের সিলেট জেলা স্টেডিয়াম থেকে সংগ্রহ করা যাবে ম্যাচের টিকেট।
খেলার আগের দিন এবং খেলার দিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব কাউন্টার থেকে দর্শকরা টিকেট সংগ্রহ করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post