বিশ্বের অন্য দেশে যেতে হলে ভিসার আবেদন করতে হয়। কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে যেতে গেলে ভারতীয়দের ভিসার প্রয়োজন হয় না। পাসপোর্ট থাকলেই সে সব দেশে ঘুরতে যেতে পারেন ভারতীয়রা।
প্রকাশিত হয়েছে ২০২৪ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স। তালিকায় ৮০ তম স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্ট। ৬২ দেশে ভিসা লাগবে না ভারতীয়দের।
দেশগুলো:
অ্যাঙ্গোলা, বার্বাডোড, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবৌতি, ডমিনিকা, এল সালভাডর, ইথিওপিয়া, ফিজি, গ্যাবন, গ্রেনাডা, গিনিয়া-বিসাও, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডন, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাটি, লাওস, ম্যাকাও, মালয়েশিয়া, মলদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মরিশাস, মাইক্রোনেশিয়া, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নিউ, ওমান, পালাও আইল্যান্ডস, কাতার, সামোয়া, সেনেগাল, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তিউনিশিয়া, তুভালু, ভানৌতু, জিম্বাবয়ে- এই সব দেশে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের।
পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচাইতে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেনের। এইসব দেশের বাসিন্দারা বিশ্বের ১৯৪ দেশে যেতে পারবেন ভিসা ছাড়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post