শুক্রবার বেঙ্গালুরুতে বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার (বিআইইটিসি) উদ্বোধন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কেন্দ্রটি আমেরিকার বাইরে বোয়িংয়ের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারতে ডিজাইন করা আর উৎপাদিত বোয়িং বিমানের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না।
ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বোয়িং কোম্পানীর চিফ অপারেটিং অফিসার স্টেফানি পোপ। সঙ্গে ছিলেন, সিনিয়র বোয়িং এক্সিকিউটিভরাও। প্রধানমন্ত্রী বারবার ভারতে বিমান উৎপাদনের জন্য প্রয়োজনীয় ইকোসিস্টেম তৈরির উপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের দেশে দ্রুত বিমান তৈরির ইকোসিস্টেম গড়ে তুলতে হবে।’
কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে তৈরি হয়েছে ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার (বিআইইটিসি)। আমেরিকার বাইরে এটিই বোয়িং কোম্পানির বৃহত্তম কর্মকাণ্ড।
প্রায় ৪৩ একর জায়গা জুড়ে বিস্তৃত এই সেন্টার। সংস্থার দাবি তারা প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এখানে। কিন্তু এই সেন্টারে কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, ঠিক কতজনের কর্মসংস্থান করা যাবে, তা প্রকাশ করা হয়নি। বোয়িং-এর বিভিন্ন কার্যালয়ে সারা ভারতের ৬০০০ কর্মী এখন কাজ করেন।
এই মুহূর্তে ভারতে বিমান চলাচলের বাজার সব থেকে দ্রুত বাড়ছে। সেই প্রেক্ষিতে বোয়িং লক্ষ্য করেছে ভারতে জেট বিমানের প্রতি আগ্রহ বাড়ছে। ভ্রমণের চাহিদা বিমান সরবরাহকে ছাড়িয়ে গেছে৷
এমনকী ভারতের সর্বকনিষ্ঠ বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা আকাশ এয়ার ও বোয়িং এর কাছে বিমানের বরাত দিয়েছে। বৃহস্পতিবার, 150 737 MAX ন্যারোবডি জেটের অর্ডার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গত বছর সংবাদ সংস্থাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে, ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন, এখনই সময়, যখন বোয়িং বা তার প্রতিদ্বন্দ্বী এয়ারবাস ভারতে জেটলাইনার নিয়ে নতুন করে ভাবতে পারে।
বোয়িং ইতিমধ্যেই ভারতের Tata Groupe-এর সঙ্গে AH-64 Apache এবং 737 এয়ারক্রাফ্ট নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে। এমাসেই আকাশে উড়বে সেই বিমান, এমনই আশা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post