কোরআন মুসলমানদের জন্য একটি অমূল্য সম্পদ। এটি আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত, অনুধাবন ও আমল করার মাধ্যমে মুমিনরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।
কোরআন যারা পড়বে আল্লাহ তাআলা তাদের পরিপূর্ণ প্রতিদান দিবেন। তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবেন। মহান আল্লাহ বলেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে, তারা এমন ব্যবসায়ের আশাবাদী, যাতে কখনও লোকসান হয় না। যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। (সুরা ফাত্বির ২৯-৩০)
কোরআন তিলাওয়াত করার কিছু নিয়ম কানুন আছে। তারমধ্যে গুন্নাহ অনেক গুরুত্বপূর্ণ। আবশ্যিকভাবে গুন্নাহ করতে হয় এমন অনেক জায়গা আছে কোরআনে। গুন্নাহ মানে নাকের বাশি থেকে যে আওয়াজ বের হয়, তাকে গুন্নাহ বলে।
নাক ব্যবহার করে উচ্চারণকেই মূলত গুন্নাহ বলে। আরবি হরফ ২৯ টি। এর মাঝে গুন্নাহর হরফ ২ টি। গুন্নাহ করা ওয়াজিব। গুন্নাহর স্থলে কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়। কুরআন মাজিদ তিলাওয়াতের ক্ষেত্রে গুন্নাহর গুরুত্ব অপরিসীম।
কোরআনে তিন প্রকারের গুন্নাহ আছে:-
১. ওয়াজিব গুন্নাহ
২. নূনে সাকিন ও তানভিনের গুন্নাহ
৩. মিমে সাকিনের গুন্নাহ
আজ ওয়াজিব গুন্নাহ সম্পর্কে জানবো। ওয়াজিব গুন্নাহ হরকতের বাম পাশে মীমে (مّ) বা নূনে(نّ) তাশদিদ হলে তাকে ওয়াজিব গুন্নাহ বলে। গুন্নাহ এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়।
ওয়াজিব গুন্নাহ কয়টি ও কি কি?
ওয়াজিব গুন্নাহর হরফ হচ্ছে দুইটি। যথা- মিম (م) ও নূন (ن)। এই দুইটি হরফের উপর তাশদিদ আসলে মিম (م) এবং নূন (ن) কে গুন্নাহ করে পড়তে হয়। যেমন- اَنَّ-اِنّ-اُنَّ / اَمَّ- اَمِّ-اَمُّ
গুন্নাহ মোট চার প্রকার:
১. ইক্বলাবের গুন্নাহ
২. ইদগামে বাগুন্নাহ
৩. ইখফার গুন্নাহ
৪. ওয়াজিব গুন্নাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. হতে বর্ণিত তিনি বলেন, রসুলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে, তুমি তা পাঠ করতে থাক এবং উপরে চড়তে (উঠতে) থাক। তুমি তাকে ধীরেসুস্থে পাঠ করতে থাক, যেরূপ তুমি দুনিয়াতে পাঠ করতে। কেননা তোমার সর্বশেষ বসবাসের স্থান (জান্নাত) ঐটিই, যেখানে তোমার কোরআনের আয়াত শেষ হবে। (আবু দাউদ ১৪৬৪)
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post