ক্ষমতা গ্রহণের ৪ বছর পূর্তিতে ওমানের মুসানদামে রাজকীয় সফর করছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। রোববার রয়্যাল ইয়টে চড়ে খাসাব পোর্টে পা রাখেন সুলতান। এসময় এক নজর মহামান্যকে দেখতে চারিদিকে ছিলো উপচে পড়া জনসমাগম। মুসান্দামের বিখ্যাত আল নাদভা পরিবেশন করে সুলতানকে অভ্যর্থনা জানানো হয়। সুলতানও হাত নেড়ে গণমানুষকে অভিবাদন জানান।
এদিকে সোমবার খাসাবের সাই আল মহসিন উপত্যকার রয়্যাল ক্যাম্পের একটি সম্মেলনে যোগ দিয়ে গণমানুষের কথা শুনেছেন সুলতান হাইথাম। ওসময় ওমান কাউন্সিল, মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য, মুসান্দামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি গোটা ওমান ঘুরে ঘুরে নাগরিক ও গণমানুষের কথা শুনবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন।
সুলতানের বিশ্বস্ত সুত্র মোতাবেক, সামনের দিনগুলোতে সুলতান ওমানের প্রত্যেকটি প্রদেশ এবং অঞ্চলে সফর করবেন। মানুষ তাদের দাবী দাওয়া সরাসরি সুলতানের কাছে উত্থাপন করার সুযোগ পাবেন। এছাড়া বিভিন্ন অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা নিজ চোখে পরিদর্শন করতে চান সুলতান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post