ওমানের আকাশে শুক্রবার হিজরি ১৪৪৫ বর্ষের রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার বা ১৩ জানুয়ারি থেকে রজব মাসের তারিখ গণনা করা হবে। সে মোতাবেক আগামী ৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। আর পরদিন ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। শুক্রবার সন্ধ্যায় ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
মহানবীর (সা.) ৫১ বছর বয়সে মেরাজের ঘটনা ঘটে। আল্লাহ পৃথিবী থেকে রাসুলকে (সা.) বিশেষ বাহন বা বোরাকের মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিমের (সা.) এই মেরাজের রাতে ইবাদত করেন মুসলমানরা।
ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এই রাতেই প্রতিদিন পাঁচ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন হজরত মোহাম্মদ (সা.)। বিশেষ এই দিনে ওমানসহ বিশ্বের মুসলিম দেশগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়।
এদিকে বাংলাদেশে দেখা যায়নি রজব মাসের চাঁদ। ফলে রবিবার থেকে রজব মাসের তারিখ গণনা শুরু হবে। ফলে আগামী ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post