সারাবিশ্বকে থমকে দেওয়া করোনা ভাইরাস আবারও চোখ রাঙাচ্ছে। বিশেষ করে ভাইরাসটির জেএন.১ নামের এক উপধরন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উপধরনটি অ্যান্টিবডিকে ফাঁকি দিতে পারদর্শী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’।
এদিকে ভাইরাসটির নতুন ধরন বিশ্বের ৪১টি দেশের মত ওমানেও ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় ওমানে নতুন ধরনের সংক্রমণ নিয়ে সতর্ক পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জানানো হয়, গত অক্টোবরে ভাইরাসটিতে যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই সুস্থ হয়েছেন। তাই আপাতত উদ্বেগের কারণ নেই।
যক্ষ্মা ও রেসপিরেটরি রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ডা. ফাতিমা বিনতে মোহাম্মদ জানান, এই ধরণ গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত হয়। এটা অমিক্রন এবং পাইরোলা থেকে এসেছে। আর গত অক্টোবরে ওমানে প্রথম শনাক্ত হওয়ার পর এখনো পর্যন্ত মোট ১৯ জন এতে আক্রান্ত হয়েছে।
এদিকে সংক্রমণ রোধে বড় চেষ্টা চালাচ্ছে ওমান। স্বাস্থ্য বিভাগের মতে, বেশিরভাগ গর্ভবতী এবং বৃদ্ধ ব্যক্তিদের ইতোমধ্যেই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ভ্যাকসিনেশন প্রোগ্রাম আগের তুলনায় বাড়ানো হচ্ছে। ক্ষতিকর এই সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পড়াসহ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post