যাত্রা শুরুর পর থেকেই যাত্রীদের আস্থা অর্জনের চেষ্টা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিন্তু প্রতিষ্ঠার ৫২ বছরেও সেই আস্থা অর্জন করতে পারেনি। ফ্লাইট ছাড়ায় দেরি, লাগেজ ভাঙ্গাসহ নানা অভিযোগ বিমানের বিরুদ্ধে। তবে সেবার মান বাড়াতে সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য চালু হচ্ছে ২৪ ঘণ্টার কলসেন্টার।
১৯৭২ সালে ৪ জানুয়ারি বিমান বাহিনীর দেওয়া একটি ডিসি-৩ বিমান দিয়ে যাত্রা শুরু করে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রী সেবার মান বাড়াতে ২০০৭ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তর হয় বিমান। তবে এর শতভাগ শেয়ারের মালিকানাই সরকারের।
গত ৫২ বছরে বিমানের বহরে যুক্ত হয়েছে ড্যাশ-এইট, বোয়িং- সেভেন থ্রি সেভেন ও সেভেন-এইট-সেভেন ড্রিমলাইনারসহ ২১টি আধুনিক উড়োজাহাজ। বর্তমানে কানাডা, যুক্তরাজ্য, চীন, জাপানসহ বিশ্বের ২২টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান। তবে নানা কারণে এখনও আস্থার সংকট রয়েছে যাত্রীদের।
এদিকে বিশ্বের যেখানেই বাংলাদেশিদের বাস, সেখানেই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আছে বলেও জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।
ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান, যাত্রীসেবার মান বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। খাবারের মান বাড়ানোর সাথে নিয়োগ হয়েছে নতুন কেবিন ক্রু। আর ২৪ ঘণ্টা যাত্রীদের সেবা দিতে চালু হচ্ছে কলসেন্টার।
২০২২-২৩ অর্থবছরে ৩১ লাখ যাত্রী পরিবহন করেছে বিমান, যা আগের বছরের চেয়ে ৯ লাখ বেশি। এছাড়া আগামী মার্চে ইতালির রোমে চালু হচ্ছে ফ্লাইট । নিউইয়র্কসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনায় নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post