আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সোমবার (২৫ ডিসেম্বর) জমিতে কৃষি কাজ শেষ করে বাড়িতে ফিরে মায়ের কাছে ভাত খেতে চান বেলায়েত। খাবার দিতে একটু দেরি হওয়ায় মা পারভীনের সঙ্গে তর্কে জড়ান বেলায়েত। এক পর্যায়ে মাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন তিনি।
স্থানীয়দের সহায়তায় আহত পারভীনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে তার মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়।
ওসি বলেন, ‘হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে বেলায়েতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাবার দিতে দেরি হওয়ায় তার মাকে পিটিয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় তাকে আসামি হয়েছে। সে তার মাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হলে নারায়ণগঞ্জ আদালতে তাকে পাঠানো হয়।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post