কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত মারজাহান আক্তার (৩৫) নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রেজ্জাকপুর গ্রামের মিরি বাড়ির কুয়েত প্রবাসী আলমগীর হোসেনর স্ত্রী।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর ধরে মারজাহানের স্বামী কুয়েতে অবস্থান করছে। মারজাহান তার শ্বশুর-শাশুড়ি ও সন্তানকে নিয়ে একসঙ্গে থাকতেন। রবিবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে তিনি তার ছেলে নাঈম হোসেনের (১২) সঙ্গে পড়ালেখা নিয়ে রাগারাগি করেন। একপর্যায়ে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post