বাংলাদেশ বিমানের বিস্তার অভিযাত্রা অব্যাহত। এবার ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। এটি বাংলাদেশ বিমানের জন্য একটি নতুন রুটে চালু হওয়া দ্বিতীয় ফ্লাইট। এর আগে গত বছর ডিসেম্বরে ঢাকা-কলম্বো রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে এই রুটের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা-চেন্নাই রুটে যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোগ তৈরির জন্য অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন,
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে আগ্রহী ভারত। এ ফ্লাইট পরিচালনার মধ্যে দিয়ে ভ্রমণ, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসা কাজে যাতায়াত আরও সহজ হবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজিম বলেন, ঢাকা-চেন্নাই রুটে বিমানের ফ্লাইট চালু হওয়ার মধ্য দিয়ে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের নতুন মাত্রা যোগ হলো। তাছাড়া অভূতপূর্ব এগিয়ে যাওয়ার অংশ হিসেবে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা লিডো ফোরডির পাশাপাশি বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে বিমান।
ঢাকা থেকে সপ্তাহে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে বিমানের ফ্লাইট যাত্রা করবে। একই দিনগুলোতে চেন্নাই থেকে ফিরতি ফ্লাইট শুরু স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে।
ঢাকা-চেন্নাই রুটে ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা এবং রিটার্ন টিকিটের ভাড়া শুরু ২৬ হাজার ৬৩৫ টাকা। এ ছাড়া ট্যাক্সসহ বিজনেস ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু ৩৭ হাজার ৬২৪ টাকা এবং রিটার্ন টিকিটের ভাড়া সর্বনিম্ন ৬১ হাজার ৯৯৫ টাকা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের অংশ হিসেবে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা, পর্যটন ও ব্যবসার কাজে যাতায়াত করে ১২ থেকে ১৩ লাখ মানুষ। এই যাত্রার জন্য সড়ক বা রেলপথের চেয়ে আকাশপথ অধিক জনপ্রিয়। এর কারণ হল, সড়ক ও রেলপথে যাত্রা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ, অন্যদিকে আকাশপথে যাত্রা দ্রুত ও সহজ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post