এক নারীর চোখে অস্ত্রোপচার করে ৬০টিরও বেশি জীবিত কৃমি বের করেছেন চিকিৎসকরা। এই ঘটনাটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচার হওয়া ওই নারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ওই নারীর চোখে চুলকানি ছিল। পরে যন্ত্রণা আরও বেড়ে গেলে চোখ ঘষার পর তিনি দেখতে পারেন যে, একটি কৃমি বের হয়েছে। এরপরই চীনের কুনমিং শহরের ওই নারী হাসপাতালে ভর্তি হন।
পরে ওই নারীর চোখে পরীক্ষা চালিয়ে হতবাক হয়ে যান চিকিৎসকরাও। তাঁরা দেখতে পান যে, ওই নারীর চোখের মণি ও পাতার মধ্যে জীবিত কৃমি রয়েছে। পরে অস্ত্রোপচার চালিয়ে ওই নারীর ডান চোখ থেকে ৪০টির বেশি ও বাঁ চোখ থেকে ১০টির বেশি কৃমি বের করা হয়। চিকিৎসকরা জানান, ওই নারীর চোখ থেকে ৬০টির বেশি জীবিত কৃমি বের করা হয়েছে।
এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক গুয়ান বলেন, এমন ঘটনা বিরল। চিকিৎসকদের ধারণা, নারীটি ফিলারিওডিয়া ধরনের গোলকৃমি দ্বারা সংক্রামিত হয়েছিল। এটি সাধারণত মাছির মাধ্যমে ছড়ায়।
কুকুর বা বিড়ালের থেকে কৃমি সংক্রমণের সম্ভাবনা নিয়ে ধারণা করছেন ওই নারী। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post