বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ) রংধনু গ্রুপের মালিকানাধীন জমি, প্লট ক্রয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিএলডিএর জেনারেল ম্যানেজার একেএম নওশেরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, রংধনু গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক মো. রফিকুল ইসলাম এবং তার দুই পুত্র কাওছার আহমেদ অপু, মেহেদী হাসান দিপু ও পুত্রবধূ মালিহা হোসেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও অর্থলগ্নী প্রতিষ্ঠানের সাথে জমি/প্লট ক্রয়-বিক্রয়সহ নানা ধরনের লেনদেনের মাধ্যমে জালিয়াতি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকেই এসব ভুয়া মালিকানাধীন জমি/প্লট ক্রয় করে প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রাপ্ত অভিযোগগুলো বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন তদন্ত ও যাচাই-বাছাই করে দেখছে।
রংধনু গ্রুপের মালিকানাধীন রংধনু বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে জমি/প্লট ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায়, রংধনু গ্রুপের বিরুদ্ধে জমি/প্লট ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জালিয়াতির অভিযোগ রয়েছে। তাই, রংধনু গ্রুপের কাছ থেকে জমি/প্লট ক্রয়ের আগে ক্রেতাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। সেক্ষেত্রে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন কোনো ধরনের দায়িত্ব নেবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post