ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. শোয়েব আহমদ, যিনি দুবাইয়ে কর্মরত ছিলেন, রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় দুবাইয়ের ডিব্বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. শোয়েব আহমদ উপজেলার বিটঘর ইউনিয়নের মধ্য পূর্বপাড়ার মো. কুতুব মিয়ার বড় ছেলে। তার মরদেহ বর্তমানে দুবাইয়ের ডিব্বা হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের বোন জামাতা প্রবাসী হাফেজ জিয়াউল হক আজিজ বলেন, তিন মাস পূর্বে জীবিকার তাগিদে শোয়েব দুবাই আসেন। দুবাই আসার পর গত ১ মাস ধরে একটি মুদি দোকানের মালামাল ডেলিভারির কাজ করত। গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবারে মোটরসাইকেলে করে মাল ডেলিভারি দেওয়ার সময় পিছন থেকে একটি গাড়ী তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুবাই ডিব্বা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সে মারা যায়।
এদিকে শোয়েবের মৃত্যুতে মা, বাবা, ভাই বোনসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post