এক মাস আগে বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা সেবা বন্ধ ঘোষণা করে ওমান। এরমধ্যেও একের পর এক বাংলাদেশি দেশটিতে অপরাধকাণ্ডে জড়িয়ে পড়ছেন। বিভিন্ন অপরাধকাণ্ডে জড়িয়ে গেলো ১ সপ্তাহে বাংলাদেশিসহ শতাধিক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মাছ শিকার, কেবল চুরি, জুয়া খেলা, মাদক পাচার এবং পতিতাবৃত্তির মত অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি প্রবাস টাইমের নিজস্ব অনুসন্ধানেও এসব অপরাধ কাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত হওয়ার তথ্য উঠে আসে।
এর আগে গত সোমবার গোপন তথ্যের ভিত্তিতে সুর বাজারের বাংলাদেশি অধ্যুষিত গলিতে হানা দেয় পুলিশ। এসময় অনৈতিক যৌন কার্যক্রম ও পতিতাবৃত্তিতে জড়িত থাকার দায়ে ২ বাংলাদেশি ও এক পাকিস্তানি নারীসহ ১৪ জনকে হেফাজতে নেয়া হয়। তাদের মধ্যে ৩ জন দালালসহ ১৩ জনই প্রবাসী বাংলাদেশি।
এছাড়া শ্রম আইন লঙ্ঘন রোধে নিয়মিত পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়া প্রবাসীর সংখ্যাও কম নয়। সবশেষ বুধবার ধোফারে শ্রম মন্ত্রণালয়ের পরিচালিত অভিযানে অন্তত ১৫ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে কমিনিউনিটি নেতারা বলছেন, যেখানে সাধারণভাবেই বাংলাদেশিদের উপরে স্থানীয় নাগরিক এবং ওমান প্রশাসন বিরক্ত সেখানে প্রবাসীদের এমন অপরাধ কর্মকাণ্ড ভিসা চালু না হওয়াসহ প্রবাসীদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে।
যদিও বাংলাদেশিদের ভিসা প্রদান স্থগিত করার বিষয়টিকে ‘সাময়িক পদক্ষেপ’ উল্লেখ করে আসছে বাংলাদেশে ওমানের দূতাবাস। ওই সিদ্ধান্তকে সার্বিক সমীক্ষা পর্যালোচনার অংশ হিসেবেও উল্লেখ করা হয়। এর আগে ভিসানীতি হালনাগাদের খবর প্রচারের পর এ নিয়ে বাংলাদেশিদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
ওমানের তরফ থেকে বলা হয়, ওমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কোনভাবেই রাজনৈতিক গতি- প্রকৃতির নয়। এই ঘোষণা শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতা সম্পর্কিত সমীক্ষা পর্যালোচনার অংশ। যা বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে। বলা হয়, ভিসা স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে এবং এটি একটি সাময়িক পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই চলমান পর্যালোচনার প্রেক্ষিতে পুনরায় ভিসা প্রদান কার্যক্রম শুরু করার চেষ্টা করছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের অবদান মূল্যায়ন করে জানানো হয়, ওমানের উন্নয়ন কর্মকান্ড ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের অবদান অসামান্য। ওমান প্রবাসী বাংলাদেশীদের অবদানকে অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সাথে স্মরণ করে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেছিলেন, ওমানে জনবল পাঠানর যে সুযোগ পাওয়া গিয়েছিল, মানব পাচারকারীরা তার অপব্যবহার করছেন। এর ফলেই তারা ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওমানকে এই ভিসা সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post