নির্ধারিত পদ্ধতি মেনে নির্দিষ্ট যায়গায় বর্জ্য না ফেললে জেল-জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ওমানের মাসকাট মিউনাসিপ্যালিটি। নির্ধারিত পদ্ধতি না মেনে কেউ যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেললে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মাস্কাট প্রশাসন। জানানো হয়েছে, কেউ নিয়ম ভাঙ্গলেই তাকে ১০০ রিয়াল জরিমানা গুনতে হবে।
এক বিবৃতিতে মিউনিসিপ্যালিটি বলছে, এখন থেকে নির্ধারিত যায়গার বাইরে কেউ ময়লা ফেললে তাকে প্রথমবার ১০০ রিয়াল, একই কাজ আবার করলে এর দ্বিগুন জরিমানা আদায় করা হবে। নগরের পরিচ্ছন্নতা বজায় রাখতে দীর্ঘদিন থেকে যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলতে নিষেধ করে আসছিলো কর্তৃপক্ষ। এবার এ নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিলো প্রশাসন।
পলিথিনসহ গৃহস্থালির ময়লা-আবর্জনার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। যে কারণে এখন সামান্য বৃষ্টিতেই বিভিন্ন যায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অথচ বাসিন্দারা মিউনিসিপ্যালিটির নির্ধারিত স্থানে বর্জ্য না ফেলে যেখানে সেখানে ফেলানোয় একদিকে শহর অপরিষ্কার হচ্ছে, অন্যদিকে সামান্য বর্ষণেই ভোগান্তি বাড়ছে। তাই বাধ্য হয়ে বর্জ্য ব্যবস্থাপনায় জরিমানার বিধি নিষেধ আরোপ করলো মাস্কাট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post