ইসরাইলের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করেছে ওমান। গাজা ভূখণ্ডে অব্যাহত আগ্রাসনের প্রতিবাদ হিসেবে দখলদার ইসরাইলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিলো দেশটি। মঙ্গলবার দ্য টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পতাকাবাহী বিমান সংস্থা এল আল ওমানের উপর দিয়ে নিজেদের দক্ষিণ-পূর্ব এশিয়ার ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে, ফলে রুট পরিবর্তনের কারণে তাদের গন্তব্যে পৌঁছানোর সময় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
তেল আবিব থেকে ব্যাংকক পৌছাতে যেখানে সময় লাগতো সাড়ে ৮ ঘণ্টা সেখানে এখন লাগবে আট ঘণ্টারও বেশি। এয়ারলাইনটি যাত্রীদের বিস্তারিত না জানালেও আগামী দিনে ফ্লাইটের সময়সূচী পরিবর্তনের কথা জানিয়ে দিচ্ছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবকে অনুসরণ করে ইসরাইলি বিমানের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছিলো ওমান। সে মাসের ২৬ তারিখ প্রথম ইসরাইলি যাত্রীবাহী বিমান এল আল 83 ফ্লাইট ওমানের উপর দিয়ে উড়ে যায়। সেসময় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন ওমানের ওমানকে স্বাগত জানিয়ে বলেছিলেন, ‘ইসরাইলি অর্থনীতি এবং ইসরাইলি পর্যটকদের জন্য এটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।’
তবে গাজায় ইসরাইলের এবারের আগ্রাসন পূর্বেকার সকল বাড়াবাড়িকে ছাড়িয়ে যাওয়ায় বিশ্বব্যাপি ক্ষোভের জন্ম হচ্ছে। তারই অংশ হিসেবে এবার ওমানের আকাশপথে ইসরাইলিদের জন্য সকল সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে গেল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post