মালয়েশিয়ায় প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান থামছেইনা। ফলে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে বহু বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছেন। অভিযানের সময় পালানোর চেষ্টা করেও বিশেষ লাভ হচ্ছেনা। সম্প্রতি দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক অভিযানে ২১৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করে। এরমধ্যে ২৪ জনই বাংলাদেশি।
সোমবার এক সংবাদ সম্মেলনে নেগেরি সেম্বিলান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত রাজ্যের আসবাবপত্র, এবং খাবারের দোকানসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই বাছাই শেষে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে মোট ২১৬ জন বিদেশিকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান এবং ভারতের নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য লেঙ্গেংয়ের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। কিয়াং আরও বলেন, জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান আরও বাড়ানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post