বাহরাইনে বাংলাদেশিদের জন্য একটি স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দেশটির আ’আলী শহরে স্কুলের নিজস্ব ভূমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ‘ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
এসময় মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনের আগে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস, ও নির্বাচিত নির্মাণ প্রতিষ্ঠান অলমোয়েড এন্ড পারুক কোম্পানির প্রধান জামাল আল-মুঈদ এর মধ্যে চুক্তি সাক্ষর সম্পাদিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমেদ তার বক্তব্যে বলেন, বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের জন্য এ দিনটি ঐতিহাসিক ও আনন্দের। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিদেশের মাটিতে এটিই প্রথম স্কুল নির্মাণ হতে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্কুল ভবন নির্মাণের জন্য আর্থিক অনুদান বরাদ্দ করেছিলেন এবং এ ভবন নির্মাণ শেষ হলে বাহরাইনের সকল প্রবাসীর সন্তান এই স্কুলে পড়াশুনা করার মাধ্যমে উপকৃত হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post