দুই ইসরায়েলি মন্ত্রীকে একটি হাসপাতাল থেকে বের করে দিয়েছে উত্তেজিত জনতা। ফিলিস্তিনের সঙ্গে সরকার সংঘাতকে ইসরায়েল যেভাবে মোকাবিলা করছে সেটার কঠোর সমালোচনা করেন তারা।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, পরিবেশ মন্ত্রী ইডিট সিলমান আসাফ হারোফে হাসপাতাল ভ্রমণের সময় দর্শণার্থী ও হাসপাতাল কর্মকর্তাদের তোপের মুখে পড়েন। নেতানিয়াহুর লিকুদ পার্টির একজন সদস্য সিলমান। তাকে একজন দর্শণার্থী চিৎকার করে বলেন, আপনারা দেশটাকে নষ্ট করে ফেলেছেন, বের হয়ে যান এখান থেকে।
এক হাসপাতাল কর্মীও এ পর্যায়ে ওই নারীর সঙ্গে যুক্ত হন। তিনি বলেন, আপনাদের কি লজ্জা লাগে না যে আরেকটা যুদ্ধ করছেন? এ ছাড়া তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারে অর্থবিষয়ক মন্ত্রী নির বারকাতও হামাসের হামলায় আহতদের আত্মীয়দের তোপের মুখে পড়েন। হাসপাতালে আগতদের একজন তাকে বলেন, আপনি কি দেখছেন না আমাদের সঙ্গে কী ঘটছে?
ইসরায়েলি সরকার এবং গোয়েন্দা বাহিনী ইতোমধ্যে হামাসের আচমকা হামলার পর থেকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে। মিসরীয় গোয়েন্দারা বারংবার সতর্ক করলেও এ হামলা সমন্ধে কিছুই করতে পারেনি ইসরায়েলি সংস্থাগুলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post