মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানায় পরিচালিত অবৈধ বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ৩৬ জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। মালয়েশিয়ায় এই ধরনের বিনোদনকেন্দ্রগুলোকে বাংলাদেশিরা মুজরা বলে। এসব মুজরায় বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে নাচের জন্য নারীদের পাচার করা হয়। যার গ্রাহক মূলত বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক।
সোমবার অভিযানের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে সিআইডির উপ-পরিচালক রুশদি মো. ইসা বলেন, ওই কমপ্লেক্সে প্রায় ১ বছর ধরে এই অশ্লীল নৃত্যের ক্লাব চলছিল। তিনি বলেন, চারটি মুজরা বা স্ট্রিপস ক্লাবে অভিযান চালানো হয়। যার প্রত্যেকটির মালিকানা বাংলাদেশিদের। এসব ক্লাবে বিদেশি নারীরা অশ্লীল নৃত্য প্রদর্শন করত। রুশদি জানান, এই ক্লাবগুলো সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৭টা পর্যন্ত চলত।
রুশদি আরও জানান, দুটি মুজরার বাংলাদেশি ম্যানেজার এবং একজন কর্মচারীকে ইমিগ্রেশন অ্যাক্ট এর ৫৫বি ধারায় আটক করা হয়েছে। এছাড়াও ইমিগ্রেশন অ্যাক্টের ধারায় এসব মুজরা থেকে ৩৩ জন বাংলাদেশি নাগরিক ও ১ জন পাকিস্তানি নাগরিককে আটক করা হয়। তারা সবাই অবৈধ বিনোদন কেন্দ্রগুলোর গ্রাহক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post