ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান চালায়, তাহলে তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করে ইরান ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। গতকাল শনিবার মধ্যপ্রাচ্যে জাতিসংঘের দূত টর ওয়েন্সল্যান্ডের সঙ্গে বৈঠকের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গাজায় স্থল অভিযান চালালে তা ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হতে পারে।
ইরানের এই হুঁশিয়ারি ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইসরায়েল ইতোমধ্যেই গাজায় সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানের হুঁশিয়ারি ইসরায়েলকে আরও সতর্ক হতে বাধ্য করতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, গাজার যুদ্ধ নিয়ে আঞ্চলিক সংঘাত বাড়তে দেখতে চায় না ইরান, তবে ইহুদি রাষ্ট্র গাজায় স্থল আক্রমণ শুরু করলে তাঁর দেশ জড়িত হবে। তবে ইরান সরাসরি যুদ্ধে যুক্ত হবে নাকি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহসহ বিভিন্ন সশস্ত্র সংগঠনকে সহায়তা করবে তা স্পষ্ট করে জানাননি আব্দুল্লাহিয়ান।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গাজায় হামলা না থামালে একটি বড় ভূমিকম্প দেখবে ইরান। এর আগে শুক্রবার হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম জানান, হামাসের সঙ্গে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত তাঁরা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল-হামাস যুদ্ধে অন্যান্য দলকে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি কেউ এই পরিস্থিতির ফায়দা লুটার চেষ্টা করেন। তাহলে বলব, করবেন না।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এ হামলায় ১৩ শর বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় কমপক্ষে ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।
https://www.youtube.com/watch?v=R7pYw348nHs
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post