মহামারী করোনায় ওমানে মোট আক্রান্তের অধিকাংশই ওমানি নাগরিক। সম্প্রতি ওমানের এক পরিসংখ্যানে দেখা যায়, দেশটির উত্তর আল বাতিনার মতো বেশ কয়েকটি অঞ্চলে ওমানি নাগরিকদের মধ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ডা. সাইফ বিন সালেম আল আব্রি বলেছেন, “দেশটিতে আগে প্রবাসী নাগরিকদের করোনা সংক্রমণের হার বেশি ছিলো কিন্তু গত এক মাসে এইটি পরিবর্তিত হয়ে ওমানি নাগরিকদের সংক্রমণের হার বেড়ে যায়। ওমানের মাস্কাট, আল ওস্তা, দক্ষিণ আল বাতিনা ও ধোফার অঞ্চলে বর্তমানে ওমানি নাগরিকদের করোনা সংক্রমণের হার আগের তুলনায় অনেক বেশি।”
আরো পড়ুনঃ ওমানে কমতে শুরু করেছে আক্রান্ত
ডা. আব্রি বলেন, “ওমানের উত্তর আল বাতিনায় করোনা রোগীর বেশিরভাগই ওমানি নাগরিক। শুধু উত্তর আল বাতিনা নয় মাস্কাট, আল ওস্তা, দক্ষিণ আল বাতিনা ও ধোফারে ওমানি নাগরিকদের করোনায় আক্রান্তের সংখ্যা আমাদের ভাবাচ্ছে। আমারা যথাসাধ্য চেষ্টা করছি এই সংখ্যা কমিয়ে আনার জন্য। তিনি আরো বলেন,‘‘স্থানীয় নাগরিকদের অবশ্যই সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সাথে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। তাহলে এই সংখ্যা দ্রুত কমিয়ে নিয়ে আসা সম্ভব।” সুত্রঃ টাইমস অব ওমান
আরো দেখুনঃ ওমানের বিশেষ ফ্লাইট প্রসঙ্গ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post